জাপান গার্ডেন সিটি: কুকুর-বিড়ালগুলোকে মারল কে

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধের দাবি জানিয়ে আসছে প্রাণী অধিকার রক্ষার সংগঠনগুলো

২০২৪ সালের ২২ নভেম্বর রাত ৯টা। ঢাকার জাপান গার্ডেন সিটির বাসিন্দারা তাঁদের আঙিনায় হঠাৎ কয়েকটি কুকুর ও একটি বিড়ালকে যন্ত্রণায় দিগ্‌বিদিক ছোটাছুটি করতে দেখেন। রক্তবমি করতে করতে মারা যায় প্রাণীগুলো। এ ঘটনায় একটি মামলা হয়। তদন্তে কুকুর–বিড়াল হত্যার সত্যতা মেলে। কিন্তু আসামিদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এতে আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।