মধ্যরাতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের আঘাতে বিকেল পাঁচটার দিকে লাইনচ্যুত হয় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি। পরে সেখানে লাল কাপড় ধরে চলছে উদ্ধারকাজ। গতকাল সন্ধ্যা সোয়া সাতটায় তেজগাঁও রেলস্টেশনসংলগ্ন এলাকায়
ছবি: দীপু মালাকার

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় বৃহস্পতিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় টানা পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানের ট্রেন চলাচল বন্ধ ছিল।  
বিকেল পাঁচটার দিকে নাখালপাড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের ধাক্কায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তিন থেকে চারজন সামান্য আহত হন।

দুর্ঘটনার পর এক পাশের রেললাইনে পড়ে থাকা ক্রেন ও ট্রেনের বগি সরিয়ে নেওয়ার পর রাত ১০টায় ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ট্রেন ছাড়তে শুরু করে। তবে অপর রেললাইনের ওপর থেকে ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন সরাতে না পারায় তখনো বাইরে থেকে ঢাকায় ট্রেন ঢুকতে পারেনি। এর সোয়া দুই ঘণ্টা পর রাত সোয়া ১২টায় ইঞ্জিনটিও সরানো সম্ভব হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

এর আগে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নাখালপাড়ায় রেললাইনের একটি অংশ থেকে ক্রেন সরিয়ে নেওয়ায় আংশিক রেল চলাচল শুরু হয়। এরপর ঢাকা থেকে বিভিন্ন স্থানে ট্রেন ছাড়তে শুরু করে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেন ঢাকায় ঢুকতে পারছে না। কারণ, অপর লাইনে ট্রেনের ক্ষতিগ্রস্ত ইঞ্জিন পড়ে ছিল।

রাত সোয়া ১২টার দিকে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে থানা ঢাকার উপপরিদর্শক (এসআই) সেকান্দার আলী প্রথম আলোকে বলেন, রেললাইন থেকে ট্রেনের ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরানো গেছে। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।