মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিক নিহত

লাশ
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত দুজন। নিখোঁজ চারজন। তাঁরা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপপুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে এ ঘটনার ভুক্তভোগীরা বাংলাদেশি নাগরিক।

জান মোহাম্মদ বলেন, গতকাল স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

চার শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন জানিয়ে জান মোহাম্মদ বলেন, তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিহত, আহত ও নিখোঁজ থাকা শ্রমিকদের নাম জানায়নি পুলিশ।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শেখ ইসমাইল আলাউদ্দীন বলেছেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছেন তাঁরা। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার আগে তাঁরা কোনো বিবৃতি দেবেন না। তিনি ইতিমধ্যে নির্মাণাধীন ভবনের ঠিকাদারকে ভুক্তভোগী শ্রমিকদের তথ্য দিতে বলেছেন। যদিও তাঁরা জানেন, নির্মাণাধীন ভবনটিতে যে শ্রমিকেরা কাজ করছিলেন, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। তবে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়ার আগে ভুক্তভোগী শ্রমিকদের শনাক্ত করার জন্য নথি পাওয়া দরকার।