যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)

প্রতারণা ও নিয়োগে দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, নীতিমালার শর্ত ভঙ্গ করে সহকারী অধ্যাপক পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া ও প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবদুস সাত্তার, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইকবাল কবীর আহিদ, সাবেক অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোছা. ফেরদৌসী বেগম।