পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুই মাদক ব্যবসায়ী এখনো গ্রেপ্তার হয়নি

প্রতীকী ছবি

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই ‘মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করা যায়নি। তাঁদের ধরতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ দিকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতে পুলিশ বাদী হয়ে চাঁদগাও থানায় মামলা করে। এতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হানিফ, মোহাম্মদ দেলোয়ারসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়। গতকাল রাতে নগরের বিভিন্ন স্থান থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চাঁদগাও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান আজ রোববার প্রথম আলোকে বলেন, ছিনিয়ে নেওয়া দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল নগরের কালুরঘাট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ হানিফ নামে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের সহযোগী অপরাপর মাদক কারবারিরা কিছু হিজড়াকে জড়ো করে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালান। পরে হামলাকারীরা দুই আসামিকে ছিনিয়ে নেন। হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা কালুরঘাট আরাকান সড়কে ইটপাটকেল ছুটতে থাকেন।

এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকাগুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত নাজমা আক্তার নামের এক নারী গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।