ব্র্যাক বিজনেস স্কুলে অনুষ্ঠিত হলো ‘উদ্যমী আমি’র সমাপনী অনুষ্ঠান

প্রশিক্ষণ প্রোগ্রামে ২৬ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) রিসার্চ অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার (আরপিডিসি) এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ‘উদ্যমী আমি’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের কোহর্ট-৪-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। গত শনিবার ব্র্যাক ইউনিভার্সিটির অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণ প্রোগ্রামে ২৬ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম হয়ে ৫০ হাজার টাকা পুরস্কার জিতেছেন নুরুন নাহার। প্রথম রানার আপ দিল আফরোজ নাহার পেয়েছেন ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ হয়ে ২০ হাজার টাকা জিতেছেন মার্জিয়া সুলতানা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব ইমার্জিং কর্পোরেটস ইন্দ্রজিৎ সুর, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন লরা রেইখেনবাক, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন ও ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক।

ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ উদ্যমী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের অব্যাহত সহায়তার জন্য ব্র্যাক বিজনেস স্কুল, বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান নারী উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশ ব্যাংকের সহায়তার বিষয়ে গুরুত্বরোপ করেন।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব ইমার্জিং কর্পোরেটস ইন্দ্রজিৎ সুর নারী উদ্যোক্তাদের সহায়তা করতে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি বিষয়ে আলোকপাত করেন।

সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট ডিন এবং ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক।