নানা আয়োজনে শেষ হলো স্নাতক গণিত অলিম্পিয়াড

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে অতিথিদের সঙ্গে চূড়ান্ত পর্বের বিজয়ীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ মেছবি: বিজ্ঞপ্তি

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বে বিজয়ী ১০ জনকে সনদ, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চম আন্তর্জাতিক গণিত দিবস (আইডিএম) উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে ৫ জন করে বিজয়ীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের (২০২৩) চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হয়।

এবার স্নাতক গণিত অলিম্পিয়াডে শীর্ষ ১০ বিজয়ী হলেন অতনু রায় চৌধুরী (ব্র্যাক ইউনিভার্সিটি), সৌমিত্র দাস (ব্র্যাক ইউনিভার্সিটি), তাহজীব হোসাইন খান (বুয়েট), নিয়ান ইবনে নজরুল (ব্র্যাক ইউনিভার্সিটি), ইমতিয়াজ তানভীর (আইইউটি), অনিন্দ্য বিশ্বাস (বুয়েট), আশরাফুল ইসলাম (বুয়েট), সজীব কুমার চৌধুরী (শাবিপ্রবি), ফুয়াদ আল আলম (বুয়েট) এবং এ এস এম আবরার তানভীর (বুয়েট)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুস ছামাদ, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক অধ্যাপক শাপলা শিরিন এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক মোহাম্মদ বাবুল হাসান।

উপাচার্য বলেন, জীবনের সব ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক গণিত ইউনিয়ন ২০২৪-এ গণিত দিবস মূল প্রতিপাদ্য স্থির করেছে, ‘গণিতের সঙ্গে খেলো’।  

চূড়ান্ত পর্বে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্ব শুরু হয় বেলা আড়াইটার দিকে। সেখানে গণিতবিষয়ক সেমিনার ও প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেন অধ্যাপক মো. কায়কোবাদসহ দেশবরেণ্য গণিতজ্ঞরা।
বিকেল চারটায় ফলাফল ঘোষণার পর পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিশেষ অতিথি ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক মনিরুল আলম সরকার ও তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম।

স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে প্রতিটি অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে মোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আর আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।