ভোটে হস্তক্ষেপ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য জনগণকে নেতা নির্বাচন করতে দেওয়া: পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস
ফাইল ছবি

ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করা নয়, বরং সেই লক্ষ্যকে সমর্থন করা, যে লক্ষ্য জনগণ কার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান, তা স্বাধীনভাবে বেছে নিতে দেয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, তা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সহায়তা দিতে প্রস্তুত।’

এনএসইউয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ এবং সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) সমন্বয়কারী ড. আবদুল ওহাব।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা যাতে মর্যাদার সঙ্গে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারে, সে জন্য মিয়ানমারে পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করা সমগ্র বিশ্বের সম্মিলিত দায়িত্ব। তিনি এ সংকট সমাধানে মিয়ানমারের ওপর ক্রমাগত সম্মিলিত চাপের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় শান্তি, বিশেষত রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকভাবে নিবেদিত।

পিটার হাস সামরিক পদক্ষেপের চেয়ে কূটনীতির জন্য যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ইঙ্গিত দেন। তিনি বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন।