জগন্নাথ হলে ‘রাজাকারের’ ছবি মুছল প্রশাসন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজাকার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় আঁকা যুদ্ধাপরাধী গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে জগন্নাথ হল সংসদ ‘তুলির আঁচড়ে দ্রোহ’ কর্মসূচিতে এগুলো আঁকে। রোববার সকালে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন ‘উপরের নির্দেশে’ ছবিগুলো মুছে দেয়।