বাংলা একাডেমিতে তরুণ লেখক কর্মসূচির উদ্বোধন

তরুণ লেখক কর্মসূচির আওতায় ১৫ জন তরুণ লেখক প্রশিক্ষণার্থীকে প্রথম পর্যায়ে ষাণ্মাসিক ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা, ২৪ মার্চছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে তরুণ লেখক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ১৫ জন তরুণ লেখক প্রশিক্ষণার্থীকে প্রথম পর্যায়ে ষাণ্মাসিক ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ রোববার দুপুরে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণগ্রহণকারী তরুণেরাই আজকের সাহিত্যাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। অতীতের পথরেখায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলা একাডেমি এদেশের প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের প্রশিক্ষণ প্রদানের নতুন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তিনি বলেন, একটি দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রাণ হচ্ছে তরুণ কবি-লেখকেরা। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধেও তৎকালীন তরুণ লেখকেরা তাঁদের সৃষ্টিকর্ম দিয়ে জনমানুষকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছেন।

কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, আজকের তরুণেরাই আগামী দিনের বাংলা সাহিত্যের ভবিষ্যৎ। বাংলা একাডেমির তরুণ লেখক কর্মসূচির নবপর্যায়ের এ কার্যক্রম বাংলাদেশের তরুণ লেখকদের মানসজগৎ গঠন এবং তাঁদের সাহিত্যের কলাকৌশল অনুধাবনে বিশেষ ভূমিকা পালন করবে।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির প্রশাসন মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক কে এম মুজাহিদুল ইসলাম, তরুণ লেখক প্রকল্পের প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক শোয়াইব জিবরান ও বাংলা একাডেমির সচিব মো. নায়েব আলী।