সুইজারল্যান্ড সফরে সেনাবাহিনীপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন। আজ মঙ্গলবার ঢাকা ছেড়েছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে সেনাবাহিনীপ্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনীপ্রধান আগামী রোববার সুইজারল্যান্ড ত্যাগ করবেন এবং মঙ্গলবার দেশে পৌঁছাবেন।