গ্রাহক মুর্তজা আলীর বিরুদ্ধে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ইস্টার্ণ ব্যাংক
মানহানির অভিযোগে মুর্তজা আলী নামের এক গ্রাহককে বিবাদী করে মানি মোকদ্দমা করেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি। ঢাকার প্রথম যুগ্ম দায়রা জজ আদালতে ৪ মার্চ এ মামলা করেছেন ইস্টার্ণ ব্যাংকের আইন বিভাগের প্রধান কর্মকর্তা এইচ এম হাসান মাহমুদ। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী।
মামলায় বিবাদীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার ডিক্রি জারির আদেশ চেয়েছে ইস্টার্ণ ব্যাংক। আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলায় ইস্টার্ণ ব্যাংক বলেছে, গত ২৬ ফেব্রুয়ারি মামলার বিবাদী মুর্তজা আলী ইস্টার্ণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ব্যাংক কর্মকর্তাসহ ৪৬ জনের বিরুদ্ধে ব্যাংকের সুনাম নষ্টের জন্য চট্টগ্রামের আদালতে মিথ্যা মামলা করেন। ওই মামলায় ব্যাংকের কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়েছে।
মামলার আরজিতে ইস্টার্ণ ব্যাংক আরও উল্লেখ করেছে, গোলাম মুর্তজার দায়ের করা মিথ্যা মামলার ঘটনাটি ফলাও করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়। এতে ব্যাংকের সুনাম নষ্ট হয়েছে। ব্যাংকের পরিচালকেরা সবাই সম্মানিত পরিবারের সদস্য, উচ্চশিক্ষিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মূলত হয়রানি ও সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা করেছেন মুর্তজা আলী।
উল্লেখ্য, গ্রাহকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ণ ব্যাংক পিএলসির চেয়ারম্যানসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মুর্তজা আলী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।