বাজারে এল সিটি গ্রুপের নতুন পণ্য ‘টুটি টুইস্ট’

সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেডের নতুন পণ্য ‘টুটি টুইস্ট’ বাজারে এলছবি: সিটি গ্রুপের সৌজন্যে

বাজারে এল সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেডের নতুন পণ্য ‘টুটি টুইস্ট’ চুইংগাম। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে প্রতিষ্ঠানটির কনফেকশনারি সেলস কনফারেন্সে ‘টুটি টুইস্ট’–এর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির পরিচালক আবু জাফর মোহাম্মদ নঈম এবং উপমহাব্যবস্থাপক (কনফেকশনারি) কাজী মামুনুর রশীদ।

অনুষ্ঠানে জানানো হয়, ইউরোপীয় প্রযুক্তি টেকনোলজি, রেসিপি ও উপাদানে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হয়েছে এই চুইংগাম। এতে আছে টুটি ফ্রুটি ফ্লেভার আর কুলনেসের ম্যাজিক্যাল কম্বিনেশন।

২০২২ সালে যাত্রা শুরু করে বাংলাদেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড। দারুণ ফ্লেভার এবং অনন্য স্বাদের জেলি ক্যান্ডি জেলফি দিয়ে যাত্রা শুরু করে দ্রুতই জয় করে নেয় মানুষের হৃদয়। এরপর একে একে মিন্ট ফ্লেভারে মিন্টি, কফির স্বাদে কফিটপি, ক্যারামেল ও মাখনের স্বাদে ফিল-ও, ক্যারামেলোসহ এ যাত্রায় যোগ হয় আরও ৮টি ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় রূপসী ফুডস বাজারে নিয়ে এসেছে তাদের প্রথম চুইংগাম ‘টুটি টুইস্ট’।