দেশের আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়্যারের আলামত

সাইবার হামলার প্রতীকী ছবি

বাংলাদেশের আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলেছে বিজিডি ই-গভ সার্ট। তারা বলেছে, সম্প্রতি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের ম্যালওয়্যারের আলামত পাওয়া গেছে। তাই সতর্ক থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট এই সতর্কবার্তা দিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট সরকারের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে থাকে।

বিজ্ঞপ্তিতে তারা বলেছে, আইটি অবকাঠামো থেকে তথ্য চুরির ক্ষেত্রে ব্যবহৃত ম্যালওয়্যারগুলো সামগ্রিকভাবে ইনফো স্টিলার হিসেবে পরিচিত। এ ধরনের ম্যালওয়্যার আইটি অবকাঠামোয় লগ ইনের তথ্য যেমন ব্যবহারকারীর নাম, আইডি, পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তা সাইবার অপরাধীদের কাছে পাঠায়। অপরাধীরা এসব তথ্য বড় ধরনের সাইবার আক্রমণের পরিকল্পনায় ব্যবহার করে।

বিজিডি ই-গভ সার্ট বলেছে, ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানও এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। সম্প্রতি এ ধরনের ম্যালওয়্যার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া গেছে। বাংলাদেশে এ ধরনের ম্যালওয়্যারের অস্তিত্ব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

ম্যালওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পেতে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা, অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ই-মেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করতের পরামর্শ দিয়ে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট।