গণবিজ্ঞপ্তি ও নিবন্ধন বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পৃথক রিট নিষ্পত্তির নির্দেশ
রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গণবিজ্ঞপ্তি নিয়ে এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা পৃথক রিট হাইকোর্টে আট সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। রাজনৈতিক দলের নিবন্ধনে ওই গণবিজ্ঞপ্তির কার্যক্রম রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ইসির করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে গত ১০ মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম গত ১৬ মার্চ রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৮ মার্চ হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ওই গণবিজ্ঞপ্তির কার্যক্রম রিট আবেদনকারীর দলের (রাষ্ট্র সংস্কার আন্দোলন) ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত করা হয়।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ইসি আপিল বিভাগে আবেদন (লিভ টু আপিল) করে। আজ আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ২২ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম।
পরে ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী প্রথম আলোকে বলেন, গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রিট আবেদনকারীর (রাষ্ট্র সংস্কার আন্দোলন) ক্ষেত্রে হাইকোর্ট স্থগিত করেছিলেন। হাইকোর্টের এই আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। একই সঙ্গে আগামী আট সপ্তাহের মধ্যে দুটি মামলা (গণবিজ্ঞপ্তি ও নিবন্ধন নিয়ে পৃথক রিট) মেরিটে শুনে হাইকোর্টকে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য রাষ্ট্র সংস্কার ইসিতে আবেদন করে, যা ২০২৩ সালের ২৯ মার্চ না মঞ্জুর হয়। এ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইসিতে রিভিউ আবেদন করে। এ আবেদন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি খারিজ হয়। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম চলতি বছরের এপ্রিল মাসে অপর রিটটি করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ মে হাইকোর্ট রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদন ও রিভিউ আবেদন খারিজের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম প্রথম আলোকে বলেন, ইসির গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন। এটা চ্যালেঞ্জ করে ইসি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে। এর ওপর আজ শুনানি হয়। শুনানির সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধনের জন্য করা রিটের প্রসঙ্গও ওঠে। দুই পক্ষকে শুনে দুটি রিট একসঙ্গে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে শুনানি করার জন্য নির্দেশনা দিয়েছেন।