পার্বত্যবাসীর মৌলিক কোনো কিছুর পরিবর্তন হয়নি: রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর রানা দাশগুপ্ত

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূরণ হলেও পার্বত্যবাসীর মৌলিক কোনো কিছুর পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের জেএম সেন হল প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় রানা দাশগুপ্ত বলেন, ‘আজকের যে চুক্তি ২৫ বছরে পদার্পণ করল, তা কারোর দয়ায় পাওয়া বিষয় নয়। পার্বত্য জনগণের ত্যাগ–তিতিক্ষা ও কঠোর আন্দোলনের ফসল এই পার্বত্য চুক্তি।’

প্রধান অতিথির বক্তব্যে রানা দাশগুপ্ত অভিযোগ করে বলেন, ‘চুক্তির ২৫ বছর পর আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পার্বত্যবাসীর মৌলিক কোনো কিছুর পরিবর্তন হয়নি। সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়নি। তাই আজকের এই চুক্তির দিনে আমরা উৎসব উদ্‌যাপন করতে পারছি না।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন চেয়ে রানা দাশগুপ্ত বলেন, ‘গোটা বাংলাদেশে আজ একগলায় বলতে চাই, পার্বত্যবাসীর স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও অস্তিত্ব রক্ষার জন্য এই চুক্তির যথাযথ বাস্তবায়ন জরুরি।’

আলোচনাসভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজতজয়ন্তী উদ্‌যাপন কমিটি। কমিটির আহ্বায়ক তাপস হোড়ের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আলাউদ্দিন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ঐক্য ন্যাপ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য, বাংলাদেশ আদিবাসী ফোরাম সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরামের সহসভাপতি অনিল বিকাশ চাকমা। সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক বিনিময় চাকমা।