ছাদ চুইয়ে পানি, কিছুক্ষণের জন্য আপিল বিভাগের বিচারকাজ ব্যাহত

আদালত ভবনের ছাদ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে
ছবি: সংগৃহীত

ছাদ চুইয়ে পানি পড়ার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ আজ বৃহস্পতিবার কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

ছাদের যে স্থান দিয়ে পানি পড়ছিল, সেখান থেকে বিচারপতির আসন সরিয়ে পরে আদালতের বিচারকাজ পরিচালনা করতে দেখা যায়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের অপর চার বিচারপতি আজ সকাল ৯টা ৩৯ মিনিটের দিকে এজলাসে (প্রধান বিচারপতির কোর্ট) আসেন। পাঁচ বিচারপতির আসন গ্রহণের পর বিচারিক কার্যক্রম শুরু হয়।

এজলাসের পূর্ব পাশে রাখা আসনে বসেন একজন বিচারপতি। ছাদ চুইয়ে পানি পড়ার বিষয়টি তিনি বেঞ্চ কর্মকর্তাকে জানান। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আসার পর ৯টা ৪৫ মিনিটে এজলাস ছাড়েন বিচারপতিরা।

আদালতসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, ছাদের যে স্থান দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল, সেখান থেকে বিচারপতির আসন সরিয়ে পশ্চিম পাশে নিয়ে আসা হয়। এরপর সকাল ১০টার দিকে আবার বিচারিক কার্যক্রম শুরু হয়। মাঝে আধঘণ্টা বিরতি দিয়ে বেলা ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম চলে।

দুপুর সোয়া ১২টার দিকে আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গণপূর্তের প্রধান প্রকৌশলী এসেছিলেন। তাঁর সঙ্গে একটি সভা হয়েছে। সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে।’

এর আগে আদালত ভবনের ছাদে গিয়ে দেখা যায়, ত্রিপল দিয়ে ছাদ ঢেকে রাখা হয়েছে। সেখানে একাধিক কর্মীকে দেখা যায়। তাঁদের একজন বলেন, ছাদ চুইয়ে পানি পড়ায় কয়েক দিন ধরে ত্রিপল দিয়ে ছাদ ঢেকে রাখা হয়েছে। ত্রিপলে পানি জমলে তা সরিয়ে দেওয়ার কাজে তিনি নিয়োজিত বলে জানান।