সাংবাদিক কদরুদ্দিন শিশিরের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ নিন্দা সিপিজের

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করেছবি: সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশিরের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ নিন্দা জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

আজ শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সিপিজে বলেছে, সম্প্রতি কদরুদ্দিন শিশিরকে লক্ষ্য করে সরকারপন্থী ও উগ্র হিন্দুত্ববাদী মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। সিপিজে এর নিন্দা জানাচ্ছে। দৃশ্যত সাংবাদিক হিসেবে শিশিরের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালানো হয়েছে। এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।