রাজধানীর গুলিস্তানে বিপণিবিতানে গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদের ওপর গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট কাজ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।