‘বৈভবে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন পিএসসির সদস্য মো. হামিদুল হক
ছবি: সংগৃহীত

‘বৈভবে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রামাণিক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেন (সাবেক সংসদ সদস্য) কর্তৃক সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধকালের ১১২টি মহামূল্যবান নথির আলোকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হক ‘বৈভবে একাত্তর’ নামের একটি স্মারকগ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটিতে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং যুদ্ধ ও যুদ্ধ–পরবর্তী ঘটনাসমূহ প্রাপ্ত ডকুমেন্টের সঙ্গে সমন্বয় করে ১৩টি অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পরিষদ গ্রন্থটির পৃষ্ঠপোষকতা করেছে।

এ গ্রন্থের মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। দেশ–বিদেশের শতাধিক তরুণ ও বরেণ্য গবেষক, ইতিহাসবিদদের আন্তরিক শ্রম, সহযোগিতা ও গবেষণার সোনালি স্বাক্ষর রয়েছে এ প্রামাণিক গবেষণাগ্রন্থে। যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কয়েক শ ছবি (অধিকাংশই প্রাথমিক তথ্য)।