নয়তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি দাবি

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বহুতল ভবনের ৯ তলা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের (১৫) মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে বিবৃতি ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আর গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক প্রতিবাদ সমাবেশ করে।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী ছিল প্রীতি। এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাংয়ের করা মামলায় সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এক বিবৃতিতে প্রীতির মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেসরকারি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। বিবৃতিতে বলা হয়, ছয় মাস আগেও একই বাসা থেকে এক শিশু গৃহকর্মী লাফ দিয়েছিল। তবে সে বেঁচে যায়। এমএসএফ মনে করে, সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহির অভাবে এ ধরনের ঘটনা ঘটে চলেছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পৃথক বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে। আসকের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল বিবৃতিতে বলেন, গৃহকর্মে শিশুদের ব্যবহারকে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং গৃহকর্মীদের প্রতি চলমান সহিংসতা প্রতিরোধে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫–এর যথাযথ বাস্তবায়ন জরুরি।

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে গৃহকর্মীদের হত্যা, ধর্ষণ, নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি, আইনি সুরক্ষাসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারহীনতার কারণে দোষীরা বারবার গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পায়। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এ ধরনের নির্যাতন করার কেউ সাহস পাবে না।