দুই বিচারপতি সম্পর্কে কটূক্তির অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিরুদ্ধে
আপিল বিভাগের দুই বিচারপতি সম্পর্কে কটূক্তি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আদালত অবমাননা করেছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত বক্তব্যে এ কথা বলেন।
সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আজ রোববার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর দুলাল।
লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী সম্পর্কে কটূক্তি করেছেন। বিচারপতিদের পদত্যাগ দাবি করে সারা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছেন। জাতীয়তাবাদী ফোরামের নেতারা ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ এই কথার ভুল ব্যাখ্যা দিয়েছেন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, শপথবদ্ধ রাজনীতিবিদ মানেই দলীয় রাজনীতিবিদ নয়। সংবিধান একটি রাজনৈতিক ও সাংবিধানিক দলিল। দেশের সর্বোচ্চ আইন। বিচারপতিরা সেই সংবিধানের রক্ষক। সেই সংবিধান চর্চা করেন। গণতন্ত্রের ওপর রায় দেন। আইনের শাসনের ওপর রায় দেন।
এর আগে ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারপতি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।