বিদ্যুৎ–সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ভিশন রেফ্রিজারেটর

নান্দনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ভিশন রেফ্রিজারেটর আস্থার নাম হয়ে উঠেছে ক্রেতাদের কাছে। আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভিশন ইলেকট্রনিকসের ব্র্যান্ড ভিশন রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়েছে শতভাগ কপার কনডেন্সার। যা ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এবং পরিবেশের কোনো ক্ষতি করে না।

সাধারণ ফ্রিজের দরজায় যে গ্লাস ব্যবহার করা হয়, তা অনেক সময়ই দুর্ঘটনার কারণ হতে পারে। কিন্তু ভিশনের ‘টেম্পারড গ্লাস ডোর’ রেফ্রিজারেটরকে রাখে সুরক্ষিত। এটা অন্যান্য গ্লাসের চেয়ে চার গুণ শক্তিশালী, তাপপ্রতিরোধী এবং অত্যন্ত টেকসই। এতে থাকা ১০০ শতাংশ কপার কনডেন্সার দ্রুত ঠান্ডা করে এবং খাবারকে সতেজ রাখে দীর্ঘ সময়। এর কনডেন্সারে কোনো ধরনের মরিচা বা জং ধরে না। বাজারের সাধারণ রেফ্রিজারেটরে খাবার রাখলে এক খাবারের স্বাদ অন্য খাবারের সঙ্গে মিশে যায়। কিন্তু ভিশন রেফ্রিজারেটর ‘ন্যানোহেলথ টেকনোলজি’সমৃদ্ধ হওয়ায় এক খাবারের গন্ধ আরেক খাবারের সঙ্গে মিশে যায় না।

এ ছাড়া এই ফ্রিজের ১০০ শতাংশ ফুড গ্রেড কোয়ালিটি খাবারের মান রাখে অটুট। ‘হাই ইফেক্ট কুলিং সিস্টেম’–এর কারণে ২০ শতাংশ এক্সট্রা ক্যাপাসিটি–সম্পন্ন কম্প্রেসরের মাধ্যমে দ্রুত ঠান্ডা করে। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুতের রোস্টেড অনেক কম থাকে, সেখানেও শক্তিশালী কম্প্রেসরের ভিশন ফ্রিজ সেবা নিয়ে যাচ্ছে। এর ফেমিং থিকনেস বেশি হওয়ায় লোডশেডিংয়েও ঠান্ডা ধরে রাখতে পারে ঘণ্টার পর ঘণ্টা।