কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
ছবি: সংগৃহীত

দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার চট্টগ্রামে এক আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রমের আওতায় ১৫০ জন বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান বলেন, কারিগরি শিক্ষা বেকারত্বের হার কমাতে পারে। তবে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন। সরকার কারিগরি খাতে শিক্ষক কর্মচারীর শূন্য পদ পূরণ করে নতুন প্রতিষ্ঠান স্থাপন করার কাজ এগিয়ে নিচ্ছে। মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

চট্টগ্রাম-৯ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হলে কর্মসংস্থান অনেকটাই সহজ হবে। কারিগর শিক্ষা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুথিগত শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষা থাকা প্রত্যেকের জন্য আবশ্যক।

আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক শহিদুল আলম প্রমুখ।