নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে উজবেকিস্তানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ। ঢাকা, ২০ মে
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে উজবেকিস্তান থেকে পর্যবেক্ষক পাঠাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচকে অনুরোধ জানিয়েছেন। অলোয়েভ বাখরমজনও আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় উজবেকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করেন।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ ঢাকা সফর করেন। তিনি গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক ফ্লাইট চালু ছিল, তা অচিরেই আবার চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল মোমেন ২০২১ সালে উজবেকিস্তান সফরকালে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় ঢাকায় উজবেকিস্তানের কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাঁর ইতিবাচক মনোভাবের কথা স্মরণ করেন। বাংলাদেশ সরকার কূটনৈতিক মিশন খোলার ব্যাপারে উজবেকিস্তানকে সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বাস দেন তিনি।

উজবেক উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে মোগল আমল থেকে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ কম হবে বলে উজবেক উপপররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান থেকে তুলা আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। অপর দিকে উজবেক উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ উজবেকিস্তান থেকে তুলা আমদানি করে মূল্য সংযোজনের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে পারে।

আব্দুল মোমেন উজবেকিস্তানে যৌথ উদ্যোগে সার কারখানা স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ওষুধশিল্পে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের এ অগ্রযাত্রায় উজবেকিস্তানও অংশ নিতে পারে। ইতিমধ্যে আফ্রিকার কিছু দেশে বাংলাদেশি বিনিয়োগে ওষুধশিল্প প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উজবেক উপপররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।