ট্রেনের অগ্রিম টিকিট: শেষ দিনেও ব্যাপক চাহিদা

ট্রেনপ্রতীকী ছবি

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ শনিবার। এ দিনও টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে।

আজ সকাল সাড়ে ১০টার মধ্যে রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এ অঞ্চলের জন্য নির্ধারিত টিকিট সংখ্যা ১৪ হাজার ৭৭০টি।

আজ সকালে ৯ এপ্রিলের যাত্রার (পশ্চিমাঞ্চল) টিকিট বিক্রি শুরু হয়। প্রথম আধঘণ্টা ১ কোটি ২৩ লাখ মানুষ সাড়ে ১৪ হাজারের কিছু বেশি টিকিট কাটতে ওয়েবসাইটে চেষ্টা (হিট) চালান।

আজ বেলা দুইটা থেকে রেলের পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। এ অঞ্চলের জন্য ১৬ হাজার ৬৯৬টি টিকিট বিক্রির জন্য বরাদ্দ রয়েছে।

২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। প্রথম দিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়। এরপর পর্যায়ক্রমে ঈদের আগের দিনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

তবে আজসহ সর্বশেষ তিন দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।