গ্রাহকের টাকা আত্মসাতে পূবালী ব্যাংকের ৫ কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)

গ্রাহকের ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের একজন প্রিন্সিপাল অফিসারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মাসুম আলী বাদী হয়ে সংস্থাটির কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি জানিয়েছে।

মামলার আসামিরা হলেন কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোডে পূবালী ব্যাংক শাখার জুনিয়র ক্যাশ অফিসার বিশ্বজিৎ কুমার পাল, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. জাহিদ হোসেন চৌধুরী, ব্যাংকটির ঝাড়ুদার তাপস কুমার দাস (বহিষ্কৃত), সাবেক সিনিয়র আর্মড গার্ড মো. এরশাদুল হক ও মো. মহিউদ্দিন।

দুদক সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে কুমিল্লায় পূবালী ব্যাংকের পদুয়ার বাজার বিশ্বরোড শাখা থেকে এক গ্রাহকের ছয় লাখ টাকা উত্তোলনের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, নজরুল নামের একজন গ্রাহক ওই শাখায় ২০১৬ সালে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তিনি পড়াশোনা জানতেন না এবং ব্যাংকের যাবতীয় কাজ ব্যাংকের ওই শাখার কর্মচারী ঝাড়ুদার তাপস কুমার দাসকে দিয়ে করিয়ে নিতেন। তিনি পড়াশোনা না জানায় এবং ব্যাংকের বিষয়ে কম বোঝার সুযোগ নিয়ে তাপস কুমার দাস নজরুলের চেকবই থেকে লেনদেনে তাঁকে সহযোগিতার সময় উদ্দেশ্যমূলকভাবে ১টি চেক (চেক নম্বর-৪১৪৬২৫১) ছিঁড়ে নিজের কাছে রেখে দেন, যা গ্রাহক নজরুল বুঝতে পারেননি। পরে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ওই চেক ব্যবহার করে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আসামিরা।

ঘটনার পরপরই আসামি তাপস কুমার দাস, মহিউদ্দিন ও মো. এরশাদুল হককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছিল।