কোরবানির পশুবাহী নৌযান কোন হাটে যাবে, তা ব্যানারে লিখতে হবে

নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ। আজ বৃহস্পতিবার নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তাসংক্রান্ত মতবিনিময় সভায়ছবি: নৌ পুলিশের সৌজন্যে

কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে যাবে, তা লিখে ব্যানার টানাতে হবে।

নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তাসংক্রান্ত এক মতবিনিময় সভায় নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ এ কথা বলেছেন।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত নৌ পুলিশের সদর দপ্তরে এই মতবিনিময় সভা হয়।

আবদুল আলীম বলেন, নৌপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ বদ্ধপরিকর; পাশাপাশি তারা পশু ও পণ্য পরিবহন নির্ঝঞ্ঝাট করতে চায়। এই লক্ষ্যে নৌ পুলিশ সব নৌঘাট ও নৌ–টার্মিনালে দায়িত্ব পালন করবে। কোরবানির পশু পরিবহনে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয়, সে জন্য তারা উদ্যোগ নিয়েছে। কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে যাবে, তা ব্যানারে উল্লেখ করতে হবে। এই ব্যানার নৌযানে টানাতে হবে।

কোরবানির পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান নৌপথে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানান আবদুল আলীম।

নৌপথে যেকোনো সমস্যায় নৌ পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আবদুল আলীম মাহমুদ। এ ক্ষেত্রে তিনি নৌ পুলিশের নিয়ন্ত্রণকক্ষের নম্বর (০১৩২০১৬৯৫৯৮) বা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করার পরামর্শ দেন।