প্রধানমন্ত্রীর নির্দেশের সঙ্গে একাত্মতা, পুলিশ এবার ইফতার মাহফিল করবে না

রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে আগামী বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ পুলিশের আয়োজন করা ইফতার মাহফিল হচ্ছে না।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতার মাহফিল না করার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ইফতার মাহফিল হচ্ছে না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইতিপূর্বে সব মহল ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

ইফতার মাহফিল না করার বিষয়ে জানতে আজ রাতে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মনজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ঘোষিত ইফতার মাহফিল না করে কৃচ্ছ্রসাধনের নীতির সঙ্গে বাংলাদেশ পুলিশ একাত্মতা প্রকাশ করেছে।’

এর আগে আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের নেতা–কর্মীদের ইফতার মাহফিল আয়োজন না করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন