জুলাই শহীদ তালিকা: বাদ পড়বে ভুয়া ব্যক্তিরা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর ভুয়া প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় জুলাই শহীদ ও যোদ্ধাদের সঠিক তালিকা তৈরিতে বদ্ধপরিকর।