মাদক মামলায় আসামিদের জামিনের ক্ষেত্রে সহানুভূতি নয়: হাইকোর্ট

হাইকোর্ট ভবনফাইল ছবি

যত দিনই জেলে থাকুক না কেন, মাদক মামলার আসামিদের জামিনের ক্ষেত্রে সহানুভূতি দেখানো হবে না বলে মন্তব্য করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পাশাপাশি মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে বলেও উল্লেখ করেছেন আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মামলায় আজ সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানিতে আদালত এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

হেরোইন ও ইয়াবা উদ্ধারের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক মামলায় শতাধিক জামিন আবেদন আজ আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, আবেদন শুনানির জন্য উঠলে এর একপর্যায়ে আদালত ওই অভিমত ব্যক্ত করেন। শতাধিক জামিন আবেদনের মধ্যে বেশির ভাগ খারিজ (উত্থাপিত হয়নি মর্মে) করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিলিট (কার্যতালিকা থেকে বাদ দেওয়া) করা হয়েছে।

রাষ্ট্রের এই আইন কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন থানায় করা পৃথক এসব মামলায় বেশির ভাগ ক্ষেত্রেই জামিন আবেদনকারী আসামিদের কাছ থেকে ৪০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হেরোইন উদ্ধারের অভিযোগ রয়েছে। কারও কাছে ২৫ গ্রামের বেশি হেরোইন পাওয়া গেলে সে ক্ষেত্রে আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।