মো.আবদুস সবুর মণ্ডল
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বা এপিডি শাখা) মো.আবদুস সবুর মণ্ডলকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে তিনি জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবদুস সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে সচিব পর্যায়ে কর্মকর্তা আছেন ৮১ জন।

এর আগে গতকাল সোমবার সরকারের যুগ্ম সচিব পদে ২২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁরা এত দিন উপসচিব পদে ছিলেন।

আরও পড়ুন

যুগ্ম সচিব পদে ২২১ কর্মকর্তার পদোন্নতি