ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারীছবি: প্রথম আলো

জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়—সবাই মিলে এ বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে তা এই দলিল ছাড়া সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অংশীজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ অংশ নেন।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে কিছু পর্যালোচনাসহ জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এর মধ্যে কিছু দৃষ্টিভঙ্গিগত ও শব্দচয়নে সবার আলোচনা প্রয়োজন। সেটার জন্য রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে। তিনি সময়ক্ষেপণের বিষয়ে লক্ষ রাখতে বলেছেন, যাতে কালবিলম্ব না হয়। আবার যেন দ্রুতগতিতেও না হয়ে মাঝামাঝি সময়ে ঐকমত্যে পৌঁছে সুন্দর একটি জিনিস প্রকাশ করা যায়, সে বিষয়ে সবাই একমত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে এই দলিল ছাড়া তা সম্ভব নয়।

এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সবাই একটা পারস্পরিক সম্পর্কের মধ্যে রয়েছি। বৈঠকে আলটিমেটামের কথা এসেছিল, কিন্তু নির্দিষ্ট করে আলটিমেটাম দেওয়া হয়নি। তবে এ বিষয়ে সবাই সম্মত হয়েছেন যে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়; দ্রুততম সময়ের মধ্যে পর্যবেক্ষণ নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।’

আরিফ সোহেল বলেন, ‘সরকার ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবে বলে আমরা আশা করেছিলাম। সরকারকে সেভাবে ত্বরিত পদক্ষেপ নিতে দেখা যায়নি। তারপরও তারা যে উদ্যোগ নিয়েছে, তার জন্য সাধুবাদ জানিয়েছি। গণ-অভ্যুত্থানের অংশীজনেরা মিলে আমরা ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। গণ-অভ্যুত্থানের অংশীজন ও সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব, জুলাই ঘোষণাপত্রে কী কী থাকবে।’