পাঁচ শিশুর পরিবার পেল ৫০ লাখ টাকার শিক্ষাবিমা

আয়োজক ও বিচারকদের সঙ্গে পুরস্কার বিজয়ীরাছবি: আশরাফুল আলম

সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেন সব অভিভাবক। সেই স্বপ্নের কথা লিখে সন্তানদের জন্য ১০ লাখ টাকা করে ৫০ লাখ টাকার শিক্ষাবিমা জিতে নিয়েছেন পাঁচ অভিভাবক। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩’-এর আয়োজনে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেরা বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, ছয় বছর বা তার কম বয়সী শিশুদের জন্য ব্র্যান্ড মেরিল বেবি ২০০৪ সাল থেকে এ আয়োজন করে আসছে। ‘সোনামণির সুন্দর ভবিষ্যৎ গড়তে আপনি কী প্রস্তুতি নিচ্ছেন’ আহ্বানে এবার সাড়া দেন এক লাখ অভিভাবক। সেখান থেকে আজ ১০০ জন প্রতিযোগী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্য থেকে সেরা পাঁচজনের হাতে শিক্ষাবিমা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্কয়ার গ্রুপের চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ বলেন, বিদেশি অনেক ব্র্যান্ডের পণ্য থাকার পরও দেশের গ্রাহকদের আস্থা পেয়েছে মেরিল বেবি পণ্য। শিশু ও মায়েদের জন্য নিজেদের আরও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

শিক্ষাবিমা পাওয়া শিশুরা হলো চট্টগ্রামের জয়ন্ত আচার্যের সন্তান সুদীপ্ত আচার্য, বরিশালের মিজানুর রহমানের সন্তান ফাইয়াজ আল আরাফা, ঢাকা থেকে লিপি আক্তারের সন্তান তাইয়্যেবা ইসলাম, খুলনা থেকে এম মনজুরুল হাসানের সন্তান সাইম হাসান রুসাব এবং ঢাকা থেকে মেহেদি হাশেম রাজীবের সন্তান মাদিহা আনা নিশা।

এ আয়োজনের বিচারক ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, মনোবিজ্ঞানী মেহতাব খানম এবং অভিনেত্রী ও মেরিল বেবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা।

অনুষ্ঠানে শিশুদের নিয়ে নিয়মিতভাবে কাজ করা তিনটি প্রতিষ্ঠান ‘জাগো ফাউন্ডেশন’, ‘প্রয়াস’ এবং ‘সোনামণি নিবাস’কে ‘আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর’ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে পুরস্কার তুলে দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩’-এর ইনস্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রাকিবুল ইসলাম।