সকালেই পড়ুন আলোচিত ১০ খবর

শুভ সকাল। আজ রোববার। দিনের কাজ শুরুর আগেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে বড় খবর ছিল রাত ৮টার পর ন্যাশনাল ব্যাংক থেকে তোলা হয় প্রায় ২৩ কোটি টাকা–সংক্রান্ত খবর। আর আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে গতকাল বড় খবর ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরেসকে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য। এ ছাড়া আছে রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।

তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত ১০টি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

রাত ৮টার পর ন্যাশনাল ব্যাংক থেকে তোলা হয় প্রায় ২৩ কোটি টাকা

ন্যাশনাল ব্যাংক

ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দেওয়া ও উত্তোলন করা যায়। তবে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পর এক গ্রাহককে নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে। এ ঘটনা ঘটেছে গত ২৮ ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নির্ধারিত সময়ের পর নগদ লেনদেন করে ব্যাংকের কর্মকর্তারা গুরুতর অনিয়ম করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভাগ্যবান যে গ্রাহক এই সুবিধা পেয়েছেন, সেই কোম্পানির নাম... বিস্তারিত পড়ুন

নিউইয়র্কে বসে তাঁরা ভাবেন, তাঁদের ইচ্ছেমতো পৃথিবী চলবে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন ধনকুবের জর্জ সোরেস
ছবি: এএফপি ফাইল ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরেসকে এবার একহাত নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়ার সিডনিতে এক আলোচনা সভায় জয়শঙ্কর বক্তব্যে জর্জ সোরেসকে ‘বুড়ো, ধনী, জেদি ও বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেন, ‘এ ধরনের মানুষ ভাবেন, তিনি যা মনে করেন, সেটাই ঠিক। সারা বিশ্ব সেই ভাবনাতেই চলবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিউইয়র্কে বসে থেকে এ ধরনের মানুষ ভাবেন, তাঁদের ইচ্ছেমতো পৃথিবী চলবে। সে জন্য এসব মানুষ প্রচুর অর্থ খরচ করেন।’ বিস্তারিত পড়ুন

‘আলিফ লায়লা’য় সিন্দাবাদ চরিত্রের সেই অভিনেতা শাহনেওয়াজ আর নেই

নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের দর্শকের ‘ঘরের মানুষ’। তখন স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেটের বিস্তার সেভাবে ছিল না। তারপরও শাহনেওয়াজ প্রধানের ঘরে ঘরে পৌঁছে যাওয়া আটকায়নি। যার মূল কারণ টিভি সিরিজ ‘আলিফ লায়লা’। ছোট পর্দার তুমুল জনপ্রিয় সেই সিরিজে সিন্দাবাদ চরিত্রে অভিনয় করেছিলেন শাহনেওয়াজ।

গত শুক্রবার মুম্বাইয়ে মারা গেছেন বাংলাদেশেও জনপ্রিয় ভারতীয় এই অভিনেতা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন

শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজের আত্মঘাতী গোলে আর্সেনালের জয়

পুরো ম্যাচে আর্সেনালের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিলেন মার্তিনেজ
ছবি: রয়টার্স

মিকেল আরতেতা ও তাঁর দলের বুনো উল্লাসেই স্পষ্ট, জয়টা কতটা গুরুত্বপূর্ণ ছিল আর্সেনালের জন্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্সেনালের জয়টাও এসেছে নাটকীয়ভাবে। ৯০ মিনিট পর্যন্ত সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ে ২ গোল করে জয় পেয়েছে আর্সেনাল। তার একটি আবার আত্মঘাতী গোল। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে তাদের ৪-২ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।
এ জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্সেনাল। ২৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৫৪। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। বিস্তারিত পড়ুন

ভূমিকম্পে তুরস্কে এত ধ্বংস ও মৃত্যুর প্রকৃত কারণ কী?

তুরস্ক ও সিরিয়ার প্রলয়ঙ্করী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিড বালুর প্রাসাদের মতো ধসে পড়া নতুন সব আবাসিক ভবনের ছবিতে সয়লাব হয়ে গেছে।

এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে জীবন্ত কবর হয়েছে বাসিন্দাদের। এর অনেক কটিই বিলাসবহুল ভবন হিসেবে বিক্রি করা হয়েছিল। আবাসন কোম্পানিগুলো বিক্রির সময় দাবি করেছিল, ভবনগুলোতে ‘অত্যাধুনিক ভূমিকম্প নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে।’

এসব ভবন নির্মাণের জন্য দায়ী অনেক ঠিকাদার তুরস্ক থেকে ইতিমধ্যে পালিয়ে গেছেন। ভবন নির্মাণে নিরাপত্তা বিধিমালা ভঙ্গের অভিযোগে ১৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিপ্রার্থীকে সুবিধা দিতে ‘ভিসির কথোপকথন’ ফাঁস

ইসলামী বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালামের ‘কণ্ঠসদৃশ’ কথোপকথনের তিনটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কথোপকথনের ক্লিপগুলোতে এক চাকরিপ্রার্থীকে শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিতের কারণ ব্যাখ্যা ও পরবর্তী নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার আশ্বাস দেন উপাচার্যের (ভিসি) ‘কণ্ঠসদৃশ’ ওই ব্যক্তি। একই সঙ্গে প্রার্থীকে বোর্ডের প্রশ্ন সরবরাহ ও কীভাবে লিখতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আরও পড়ুন

আদানি প্রশ্নে মোদির সমালোচনাকারী কে এই জর্জ সরোস

জর্জ সরোস
ছবি: এএফপি ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মার্কিন বিনিয়োগকারী জর্জ সরোসের করা মন্তব্য ঘিরে দেশটিতে বিতর্কের ঝড় উঠেছে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলন সামনে রেখে দেওয়া বক্তব্যে সরোস আদানি গ্রুপের সংকট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আদানি–কাণ্ডের কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর মোদির প্রভাব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি আরও বলেন, আদানির বিরুদ্ধে জালিয়াতির যেসব অভিযোগ আছে, তা নিয়ে পার্লামেন্টে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রশ্নের জবাব মোদিকে দিতে হবে।

মিউনিখে সম্মেলনে জর্জ বলেন, ‘মোদি এ বিষয় (আদানি–কাণ্ড) নিয়ে এখনো নীরব। কিন্তু তাঁকে জবাব দিতেই হবে। এ ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদির রাশকে দুর্বল করে দেবে।’ বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ছাত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনা’, কনস্টেবলের বিরুদ্ধে মামলা

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে পুলিশের একজন কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। সোহাগ হুসাইন নামের এই পুলিশ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত। ‘আত্মহত্যা’ করা ছাত্রীর নাম লামিয়া আলম (২২)।

মামলায় অভিযোগ করা হয়, চার বছর আগে সোহাগ গাজীপুর পুলিশে কর্মরত ছিলেন। ওই সময় লামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। বিস্তারিত পড়ুন

স্ত্রীকে শ্বাসরোধে ও মেয়েকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন জেবিন দেব

গ্রেপ্তার জেবিন দেব
ছবি : সংগৃহীত

পরিকল্পিতভাবে ১৪ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েসন্তান নিয়ে কক্সবাজার সৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টের সি আলিফ হোটেলে ওঠেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জেবিন দেব (৪০)। পরিকল্পনার অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারি হোটেল কক্ষে প্রথমে স্ত্রী সোমা দেকে (৩৫) শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর হোটেলের বাথরুমের বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন আট মাস বয়সী মেয়েশিশু অনামিকা দেবকে।

গ্রেপ্তারের পর কক্সবাজারের পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড নিয়ে এসব তথ্য দিয়েছেন জেবিন দেব। তিনি বাঁশখালীর বৈলগাঁও বানীগ্রামের দুলাল দেবের ছেলে। বিস্তারিত পড়ুন

১০

ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে, প্রেমের চিঠি লিখবে: সাদ্দাম হোসেন

নারায়ণগঞ্জে বিশেষ কর্মী সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রেমিক হবে, ভালোবাসতে শিখবে। ছাত্রলীগের কর্মীরা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে। একই সঙ্গে যারা মেয়েদের ওপর আঘাত করে, নিপীড়ন করার চেষ্টা করে, শিক্ষাপ্রতিষ্ঠানে নানাভাবে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে আমরা শান্তিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারি।’ বিস্তারিত

বাংলাদেশ থেকে আরও পড়ুন