মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশের কোতা তিঙ্গি এলাকা থেকে ১৭১ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁরা দল বেঁধে হেঁটে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন।

কোতা তিঙ্গি জেলার পুলিশপ্রধান সুপ্ত হুসিন জামোরা সোমবার জানিয়েছেন, ২০ ডিসেম্বর এই বাংলাদেশিদের আটক করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর (এমএএফ) সদস্যরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁরা স্থানীয় থানায় যাচ্ছিলেন। ওই থানা তাঁদের থাকার জায়গা থেকে ১০ কিলোমিটারের মতো দূরে।

বাংলাদেশি শ্রমিকেরা বলেছেন, তাঁরা এখানে আসার পর তিন থেকে ছয় মাস হয়ে গেলেও এখনো কাজ পাননি। সে কারণে যাঁরা (এজেন্ট) তাঁদেরকে এখানে নিয়ে এসেছেন, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাচ্ছিলেন। আটক বাংলাদেশিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।

আটক বাংলাদেশিদের সবার কাছে বৈধ কাগজপত্র ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুপ্ত হুসেন জামোরা। তিনি বলেন, তাঁদেরকে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য সবাইকে জোহর বারুর সেতিয়া ট্রপিকায় পাঠানো হয়েছে।