আরও ৫টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা

সরকারের আরও পাঁচটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে ৩৪টি প্রতিষ্ঠানকে সিআইআই ঘোষণা করা হলো।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে নতুন যে ৫টি প্রতিষ্ঠানকে সিআইআই ঘোষণা করেছে, সেগুলো হলো বাংলাদেশ পুলিশ; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ); ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর; এমআইএস স্বাস্থ্য অধিদপ্তর এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।

তথ্য পরিকাঠামো হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক, যেখানে তথ্য সংরক্ষণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী সরকারের এই ৫টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করা হলো। ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ ধারায় বলা আছে, এ আইন দিয়ে সরকার কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা তথ্য পরিকাঠামোকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করতে পারবে।

সরকার ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ করতে যাচ্ছে। সে আইনের খসড়ায়ও ১৫ ধারায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণার কথা বলা আছে।

ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশ করলে ৭ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। বেআইনিভাবে প্রবেশ করে ক্ষতিসাধন বা ক্ষতির চেষ্টা করলে ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে সাজার মেয়াদ কমিয়ে ৭ বছরের জায়গায় ৩ বছর এবং ১৪ বছরের জায়গায় ৬ বছর করা হয়েছে। তবে অর্থদণ্ডের পরিমাণ একই রয়েছে।

আইসিটি বিভাগ গত বছরের সেপ্টেম্বরে ২৯টি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করে। প্রতিষ্ঠানগুলো হলো রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড, সেতু বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জাতীয় ডেটা সেন্টার (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (নির্বাচন কমিশন সচিবালয়), সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যুনিবন্ধন), ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।