ড. ইউনূসের পক্ষে হিলারির ফেসবুক–টুইটারে পোস্ট

ড. মুহাম্মদ ইউনূস ও হিলারি ক্লিনটন
ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

গতকাল মঙ্গলবার দেওয়া পোস্টে হিলারি ক্লিনটন বলেন, ‘মহান মানবতাবাদী ও নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে তাঁকে সমর্থন জানাতে আমার ও ১৬০ জনের বেশি বিশ্বনেতার পাশে দাঁড়ান।’

একই পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।’

আরও পড়ুন

পোস্টে ড. ইউনূসের মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া নোবেলজয়ী ব্যক্তিত্বসহ বিশ্বের নেতৃত্বস্থানীয় দেড় শতাধিক ব্যক্তির একটি খোলাচিঠি যুক্ত করা হয়েছে।

খোলাচিঠিতে বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিরা অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানান। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, একটি নিরপেক্ষ বিচারিক প্যানেলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হোক। এই বিচারিক প্যানেলে আন্তর্জাতিকভাবে আইনবিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত ব্যক্তিরা ভূমিকা রাখবেন। তাঁরা আত্মবিশ্বাসী, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে দুদক ও শ্রম আইনে যেসব মামলা চলছে, সেগুলো পর্যালোচনা করলে তাঁর দোষ খুঁজে পাওয়া যাবে না।