নানা আয়োজনে রাহুল গ্রুপের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
উত্তরবঙ্গের ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রাহুল গ্রুপের ২৫ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গত শুক্রবার বগুড়া শহরের একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উন্মোচন করা হয় রাহুল গ্রুপের নতুন লোগো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৫ বছর পূর্তির কেক কাটেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান। রাহুল গ্রুপের নতুন লোগো উন্মোচন করেন গ্রুপের চেয়ারম্যান রনজিৎ কুমার পালিত ও ব্যবস্থাপনা পরিচালক জি সি পালিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামলী ফুড প্রোডাক্টের চেয়ারম্যান হাবিবুল হক ও রাহুল গ্রুপের পরিচালক রাহুল পালিতসহ বগুড়ার ব্যবসায়ীরা। অন্যদের মধ্যে আরও ছিলেন রাহুল গ্রুপের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিক্রয় প্রতিনিধিরা।
এর আগে শুক্রবার সকালে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বগুড়ার মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে রাহুল গ্রুপ করপোরেট ফুটবল লিগ ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে আটটি দলে রাহুল গ্রুপের কর্মকর্তারা অংশ নেন। ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুলনা দল।