হজের ফিরতি ফ্লাইট শুরু

উড়োজাহাজপ্রতীকী ছবি

১০ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। আজ মঙ্গলবার শুরু হয়েছে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। মাসব্যাপী প্রত্যাবর্তনের প্রথম দিনে আজ সকালে প্রথম ফ্লাইটে ৩৬৯ হজযাত্রী দেশে ফিরেছেন।

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৩৮০৩ যোগে সকাল ১০টা ৫৪ মিনিটে হজযাত্রীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে ফিরে আসা হজযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাঁদের নিরাপদ যাত্রা এবং হজ সফলভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আজ সাতটি নির্ধারিত ফিরতি ফ্লাইটে ২ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর দেশে ফেরার কথা। শেষ ফিরতি ফ্লাইটটি ১১ জুলাই ঢাকায় অবতরণ করবে। এ বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাস দৈনিক ফ্লাইট পরিচালনা করে ৮৫ হাজারের বেশি হজযাত্রীকে ফিরিয়ে আনবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আগমনপ্রক্রিয়া নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ ব্যবস্থার মধ্যে রয়েছে চলাচল এবং নিরাপত্তা তদারকির জন্য এভিএসইসি কর্মী মোতায়েন করা, যেখানে আনসার সদস্যরা আগমন গেট ও ইমিগ্রেশন পুলিশ এবং বিশেষ শাখার তত্ত্বাবধানে ইমিগ্রেশন কাউন্টার থেকে ‘ফলো মি প্ল্যাকার্ড’ নিয়ে হজযাত্রীদের সহায়তা করবেন।

হজ প্রত্যাবর্তনকারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত লাগেজ বেল্ট ৫, ৬, ৭ ও ৮, সাইটে সহায়তাসহ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য গ্রিন চ্যানেল-২–এর মাধ্যমে কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হয়েছে।

এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন। এর আগে হজ ফ্লাইট পরিচালনা শুরু হয় ২৯ এপ্রিল ও শেষ বিদেশগামী ফ্লাইটটি ১ জুন তারিখে বাংলাদেশ থেকে ছেড়ে যায়।