সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজ। আর সেসব প্রতিবেদনে পাঠকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। দেশজুড়ে চলছে তীব্র গরম আর সেই সঙ্গে লোডশেডিং। এ নিয়েও আজ নানা সংবাদ আছে। এর মধ্যে জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি যথেষ্ট পঠিত হয়েছে। এসব খবরের পাশাপাশি আছে আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করল পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেওয়ার পর ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিল পিএসসি। বিস্তারিত পড়ুন...

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: নসরুল হামিদ

নসরুল হামিদ
ফাইল ছবি

প্রতিমন্ত্রী গতকাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, ‘চলমান দাবদাহ ও লোডশেডিংয়ের কারণে দেশের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। তবে শিগগিরই জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছি...। বিস্তারিত পড়ুন...

নিউইয়র্কের রুজভেল্ট হোটেল ইজারা দিয়ে বেঁচেছে পাকিস্তান

নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেল
দ্য ডন

এখান থেকে পাকিস্তান যে কেবল মোটা অঙ্কের রাজস্ব পাবে তা-ই নয়, সেই সঙ্গে এই হোটেল যে সরকারের জন্য দায় হয়ে উঠছিল, তা থেকেও রক্ষা পাবে কর্তৃপক্ষ। এমনকি এই হোটেল যখন বন্ধ হয়ে যায়, তখনো এর বার্ষিক ব্যয় ছিল দুই কোটি ডলার। বিস্তারিত পড়ুন...

আল হিলালকে ১ বছর অপেক্ষা করতে বললেন মেসি, উদ্দেশ্য বার্সায় যাওয়া

লিওনেল মেসি কি বার্সায় ফিরবেন?
ছবি: এএফপি

দলবদল নিয়ে মেসি এখন পর্যন্ত চুপ করেই আছেন। তাই মেসি কী চান, তা আন্দাজ করে নেওয়া ছাড়া উপায় কোথায়! তবে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি আর্জেন্টিনা অধিনায়কের মনের কথা জানিয়েছেন—মেসি বার্সায় ফিরতে চান। বিস্তারিত পড়ুন...

লাইভে এসে কাঁদলেন পরীমনি, বললেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই’

পরীমনি

গতকাল সোমবার রাতে ‘মেরিল ক্যাফে লাইভ’-এ হাজির হন পরী। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজের অভিযোগ খণ্ডন করেন।
অনেক সমস্যার পরও রাজের সঙ্গে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান পরীমনি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন