সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ জুন, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবার ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে
প্রথম আলো ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো, বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। বিস্তারিত পড়ুন...

এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ

আছাদুজ্জামান মিয়া
ছবি: সংগৃহীত

নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ জ্ঞাত আয়বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে কিছুদিন ধরে ব্যাপক আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এখন বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনায় এসেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি অবসরে যান। বিস্তারিত পড়ুন...

রাষ্ট্রায়ত্ত-স্বায়ত্তশাসিত সংস্থা আর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দুটি পেনশন কর্মসূচি

পেনশন
প্রতীকী ছবি

আসছে আরও দুটি সর্বজনীন পেনশন স্কিম বা কর্মসূচি। একটি সরকারি কর্মচারীদের জন্য, আপাতত যেটির নাম রাখা হয়েছে ‘সেবক’। আরেকটি কর্মসূচি রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় সংস্থাগুলোর জন্য। এর নাম ‘প্রত্যয়’। প্রত্যয় চালু করার যাবতীয় প্রস্তুতি শেষ। আর সেবক চালুর কাজ শুরু হয়নি এখনো। এটি চালু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। বিস্তারিত পড়ুন...

সেন্ট মার্টিন ঘিরে কি নিরাপত্তা-হুমকি তৈরি হচ্ছে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্মিলিত অভিযান শুরু হওয়ার পর তা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জন্য নিরাপত্তা-হুমকি তৈরি করেছে। এর ফল হিসেবে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পর্দার অন্তরালে কি কিছু ঘটছে? এ লেখায় সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আলী রীয়াজ। বিস্তারিত পড়ুন...

সুপার এইটে এবার কি অন্য কিছু হবে

অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে গতকাল অ্যান্টিগায় শেষ প্রস্তুতিতে বাংলাদেশ দল
বিসিবি

প্রথম লক্ষ্য ছিল সুপার এইট। সেটি হয়ে গেছে। এবার? সুপার এইটের পর আর কী লক্ষ্য থাকতে পারে? লক্ষ্য থাকতে পারে একটাই—সেমিফাইনাল! এমন নয় যে বাংলাদেশের অধিনায়ক সুপার এইটে ওঠার পর সেই স্বপ্নের কথা বলছেন। সেই স্বপ্ন চোখে নিয়েই এসেছেন বিশ্বকাপে। তার প্রমাণও আছে। দেশ ছাড়ার আগে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের নাম বলতে গিয়ে তিনটির বেশি বলেননি। বলেছিলেন একটা জায়গা ফাঁকা রাখতে। বিস্তারিত পড়ুন...