সিপিডিএল রুবিকন সিটি করপোরেট স্পোর্টস কার্নিভ্যালের সমাপ্তি

সিপিডিএলের নির্মীয়মাণ হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত সাত দিনের এই স্পোর্টস কার্নিভ্যালের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়

ঢাকার ভাটারায় করপোরেটদের জমজমাট লড়াইয়ের মাধ্যমে শেষ হলো সিপিডিএল রুবিকন সিটি করপোরেট স্পোর্টস কার্নিভ্যাল ২০২৪। গত বুধবার রাজধানীর ভাটারায় সিপিডিএলের নির্মীয়মাণ হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত সাত দিনের এই স্পোর্টস কার্নিভ্যালের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন, রুবিকন সিটির ভূমি মালিক মৃধা নজরুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি শফিকুল ইসলাম, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের অতিথি এবং সিপিডিএল পরিবারের সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে সিপিডিএল এর চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান বলেন, সিপিডিএল ভ্যালু চেইনের অংশীদার সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই আয়োজন।

সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইফতেখার হোসেন বলেন, দেশের প্রথিতযশা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণে সিপিডিএল এর এই ভিন্নমাত্রার উদ্যোগ সাফল্যমণ্ডিত হয়েছে।

উল্লেখ্য, এই স্পোর্টস কার্নিভ্যালে ২৮টি করপোরেট প্রতিষ্ঠানের ১০৩টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুসবল—   এই দুই ক্যাটাগরিতে মোট ৯০টি ম্যাচে অংশগ্রহণ করে। সিপিডিএল এর নির্মীয়মাণ হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভ্যালের উদ্বোধন করা হয়েছিল।