বিডিআর বিদ্রোহ মামলার এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলায় এক হাজতি মারা গেছেন। তাঁর নাম খলিলুর রহমান (৬৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তৎকালীন বিডিআর সদস্য খলিলুরের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুভাষ কুমার ঘোষ এ কথা জানান। তিনি প্রথম আলোকে বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় গ্রেপ্তার হাজতি খলিলুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ দুপুরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।