শিক্ষার্থী হত্যা মামলায় জামিন পেলেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থী গুলিতে নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার নাট্য নির্মাতা মো. রাফাত মজুমদার রিংকুর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ হত্যা মামলায় ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে রাফাত মজুমদার গ্রেপ্তার হন। পরদিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতকে লিখিতভাবে পুলিশ জানায়, রাফাত মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
নাইমুর রহমানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ জনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর গুলশান থানায় হত্যা মামলা হয়। মামলার বাদী নাইমুরের বাবা খলিলুর রহমান। মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই গুলশান থানাধীন শাহজাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর। সেদিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান
আজ বৃহস্পতিবার রাফাত মজুমদারের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় রাফাত মজুমদারের নাম নেই। তাঁকে সন্দেহের ভিত্তিতে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি একজন চলচ্চিত্র পরিচালক। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। জামিন পেলে তিনি জামিনের অপব্যবহার করবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রিফাত মজুমদারের জামিন আবেদন মঞ্জুর করেন।