ডেঙ্গুতে আট মাসে সোয়া লাখ আক্রান্ত, মৃত্যু ৫৯৭ জনের
বছরের প্রথম আট মাসে দেশে সোয়া লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৯৭ জন। এত আক্রান্ত ও এত মৃত্যু দেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
এ বছর ডেঙ্গুর মৌসুম এখনো শেষ হয়নি। গত বছরের অক্টোবরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, আর সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিলেন নভেম্বর মাসে। সবে সেপ্টেম্বর মাস শুরু হয়েছে। চলতি মাসে এবং পরের দুই মাসে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ বলতে পারছেন না। তবে এই সময়ে পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।
এ বছরের জানুয়ারি মাস থেকেই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হতে দেখা গেছে। মৃত্যুও দেখা গেছে বছরের শুরু থেকে। জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৫৬৬ জন এবং এর মধ্যে মারা যান ৬ জন। তবে জুন মাসের মাঝামাঝি থেকে হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে। একই সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে।
জুন মাসে সারা দেশে ৫ হাজার ৯৫৬ জন রোগী ভর্তি হন এবং এর মধ্যে মারা যান ৩৪ জন। পরের মাসে রোগী বেড়ে হয় ৪৩ হাজার ৮৫৪ জন, এর মধ্যে মারা যান ২০৪ জন। তার পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে রোগী আরও বেড়ে যায়। আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর মারা যান ৩৪২ জন। এক মাসে এত রোগী ভর্তি ও মৃত্যু আগে কোনো বছর হয়নি।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৫৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ জন। এই নিয়ে বছরের প্রথম আট মাসে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ লাখ ২৫ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ৫৯৭ জন।
গতকালের কন্ট্রোল রুমের তথ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি মোট ২১টি হাসপাতালের রোগীর হিসাব ছিল না। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় হাসপাতালও রয়েছে। গত পরশু পর্যন্ত এই দুটি হাসপাতালে যথাক্রমে ১০১ ও ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বছর খুব দ্রুতই ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার তথ্য দেয় কন্ট্রোল রুম। তাদের তথ্যে দেখা যাচ্ছে, ঢাকা শহরের চেয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ঢাকার বাইরে বেশি। তবে ঢাকা শহরে মৃত্যুর সংখ্যা ঢাকার বাইরের চেয়ে দ্বিগুণের বেশি।