এবার বাংলাদেশে সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারিভাবে খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের চেয়ে এবার হজের খরচ দেড় লাখ থেকে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। আর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ থেকে দেড় লাখ টাকার বেশি লাগছে।
হজের বাড়তি খরচ নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে। হজের খরচ চার লাখ টাকার মধ্যে রাখতে ধর্ম মন্ত্রণালয়কে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আর হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি বলেছিলেন, এবার হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও অনেকে নিবন্ধন করা নিয়ে সমস্যায় পড়েছেন।
এমন প্রেক্ষাপটে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সুপারিশ করেছিল ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এবার হজযাত্রীদের বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। ১৫ মার্চ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছিল। তারপর আজই এ বিষয়ে নিজেদের অবস্থান জানাল রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।