কার্যকরিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান আইইডিসিআরের পর্যবেক্ষণ তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজ সোমবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর মিলনায়তনে

আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি ৪১% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অতিরিক্ত ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস পাচ্ছে, যা জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। ২০২৪ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার চিত্র পাওয়া গেছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ এবং জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়েছে।