ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৯২৩
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২০ জন, ঢাকার বাইরে ৪০৩ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৯২৩। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৩ হাজার ৬০২ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৩২১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৮০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ২ হাজার ২০৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১২০ জনের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৭১ জন ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৪৯ জন।
এদিকে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬৫ জনের; আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৩১ জন। গত মাসে ভর্তি হওয়া ৯ হাজার ৯১১ জনের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ২২ হাজার ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ও এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।