তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে: তথ্যসচিব

মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। মঙ্গলবার তথ্য ভবনের ডিপিএফ অডিটরিয়ামেছবি: পিআইডি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যসচিব এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর তথ্য ভবনের ডিপিএফ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

মাহবুবা ফারজানা বলেন, ‘কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।’ তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত হবে তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কনডাক্ট রয়েছে—তা অনুসরণ করে চললে সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

তথ্যসচিব বলেন, ‘আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে এ সময়কে মোকাবিলা করতে হবে। এ সময়ে সাংবাদিক ভাই-বোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।’

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত প্রমুখ।